আর্কাইভ থেকে বাংলাদেশ

বিশ্বআসরের ম্যাচে মেসি-লেভান লড়াই

কাতার বিশ্বকাপে একই গ্রুপে পড়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা ও রবার্ট লেভানডোস্কির পোল্যান্ড। ক্লাব ফুটবলে এর আগেও বেশ কয়েকবার মুখোমুখি হয়েছে মেসি-লেভান। এবার বিশ্বআসরের মঞ্চে মুখোমুখি হতে যাচ্ছে এই দুজন।

চলতি বছরের ব্যালন ডি'অর নিয়ে কম নাটক হয়নি তাদের মধ্যে। রবার্ট লেভানডোস্কিকে পেছনে ফেলে সম্মান জনক এ পুরস্কার রেকর্ড সাত বারের মতো জিতে নেন লিওনেল মেসি। এ নিয়ে অনেক বিতর্ক। 

বর্তমান সময়ে কে সেরা তা প্রমাণের সুযোগটা বিশ্বকাপের মঞ্চে পাচ্ছেন তারা। কারণ একই গ্রুপে পড়েছে আর্জেন্টিনা ও পোল্যান্ড।   

১৯৭৮ বিশ্বকাপে পোল্যান্ডের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। সেবার ২-০ গোলে জিতেছিল। এছাড়া মেক্সিকোর বিপক্ষে ২০১০ বিশ্বকাপের শেষ ষোলোতে মুখোমুখি হয়েছিল মেসিরা। সেবার ২-০ গোলে জয় পায় আর্জেন্টিনা।   

সাত বারের ব্যালন ডি'ওর জয়ী লিওনেল মেসি ও টানা দুই বারের ফিফা দ্যা বেস্ট জয়ী লেভাডোস্কির দলের ম্যাচ উপভোগ্য হবে এমনটাই প্রত্যাশা। এই গ্রুপের বাকি দুই দল হল;সৌদি আরব ও মেক্সিকো।  


ম্যাচ সূচি : 

২২ নভেম্বর : আর্জেন্টিনা বনাম সৌদি আরব এবং মেক্সিকো বনাম পোল্যান্ড।  

২৬ নভেম্বর : আর্জেন্টিনা বনাম মেক্সিকো এবং পোল্যান্ড বনাম সৌদি আরব।

৩০ নভেম্বর : পোল্যান্ড বনাম আর্জেন্টিনা এবং সৌদি আরব বনাম মেক্সিকো।

হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন