আর্কাইভ থেকে বাংলাদেশ

পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে, রোববার রোজা

হিজরি ১৪৪৩ সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আজ রাতেই সেহরি খেয়ে রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসলমানরা। আজ রাতেই এশার নামাজের পর ২০ রাকাত বিশিষ্ট তারাবি নামাজ পড়া শুরু হবে।

আজ শনিবার (২ মার্চ) রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় দেশের আকাশে চাঁদ দেখার বিষয়টি নিশ্চি করা হয়। দেশের বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত সংবাদ পর্যালোচনা করে এ সিদ্ধান্ত জানানো হয়।

আগামী ২৮ এপ্রিল বৃহস্পতিবার দিনগত রাতে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে।

এদিকে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ শনিবার থেকেই রোজা শুরু হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন