ইংলিশের ঝড়ে বড় সংগ্রহ অস্ট্রেলিয়ার
বিশ্বকাপের রেশ কাটতে না কাটতেই আবারও ভারতের বিপক্ষে মাঠে নেমেছে অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছে দুই দল। খেলায় টস হেরে আগে ব্যাটিং করতে জস ইংলিশের ঝড়ে ২০৮ রানের বড় সংগ্রহ পেয়েছে অজিরা।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিশাখাপত্তমে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ১১ বলে ১৩ রান করে ইনিংসের পঞ্চম ওভারে সাজঘরে ফেরেন ম্যাথু শট। এরপর তিনে নেমে রীতিমতো ঝড় তোলেন জশ ইংলিশ। ২৯ বলে প্রথম ফিফটি করেন তিনি। এরপর ৪৭ বলে৯ চার আর ৮ ছক্কায় সেঞ্চুরি ছুঁয়ে ফেলেন এই টপ অর্ডার ব্যাটার।
ইংলিশ ঝড়ের সাথে অর্ধশতক তুলে নেন স্টিভেন স্মিথ। ৪০ বলে ৫২ রান করে সাজঘরে ফেরেন তিনি।
শেষপর্যন্ত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০৮ রান তুলেছে অস্ট্রেলিয়া। ভারতের হয়ে একটি করে উইকেট পেয়েছেন প্রসিধ কৃষ্ণা ও রবি বিষ্ণয়।