আর্কাইভ থেকে ঢালিউড

শোকের সাগরে ভাসছেন পরীমনি

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমনির নানা শামসুল হক গাজী মারা গেছেন(ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

খুব  ছোটবেলায় মাকে হারিয়েছেন পরীমনি। তারপর একটু বড় হলে বাবাকে হারানোর পর এই নানাই ছিল পরীমনির একমাত্র অবলম্বন। নানাই তাকে বড় করে তোলেন। শুধু তাই নয়,নানা ছিলেন তার অভিভাবক। একাধিক মামলা, দাম্পত্য কলহ ও ডিভোর্স জটিলতার সময় এই নানাই তাকে সাহস জুগিয়েছে। একথা অনেকবার পরীমনি নিজেই বলেছেন। তাই নানার মৃত্যুতে শোকে ভেঙে পড়েছেন তিনি।

পরীমনির নানা বেশ কিছু দিন ধরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিছুটা সুস্থ হলে বাসায় নিয়ে আসতেন। কিন্তু এবার চিরদিনের জন্য পরীমনিকে ছেড়ে চলে গেলেন তার নানা।

শুক্রবার পরীমনি তার নানা শামসুল হক গাজীর মরদেহবাহী অ্যাম্বুলেন্স নিয়ে পিরোজপুরের ভাণ্ডরিয়ার উদ্দেশে রওনা দেন। সকাল ৯টার সময় তারা বরিশালে পৌঁছান। জানা গেছে, ভাণ্ডারিয়ায় নানির কবরের পাশেই সমাহিত করা হবে নানা শামসুল হক গাজীকে।

মরদেহবাহী গাড়ির পেছনে আরেকটি গাড়িতে করে ভাণ্ডারিয়ায় নিয়ে যাওয়ার সময় গাড়িতে ছিলেন পরীমনি ও তার পরিবারের সদস্যরাও। পরিচালক চয়নিকা চৌধুরীও পরীমনির সঙ্গে গিয়েছেন।

চয়নিকা চৌধুরী গণমাধ্যমকে বলেন,‘পরীমনি কী হারিয়েছে, তা শুধু সেই জানে। এই নানা তার জীবনের কী ছিল, তা আমরা দেখেছি। মানসিকভাবে খুবই বিপর্যস্ত হয়ে আছে পরীমনি। জানি না এই শোক সইবে কী করে পরী।’

 

এ সম্পর্কিত আরও পড়ুন