ট্রেনের বগিতে আগুনের ঘটনায় মামলা
পাবনার ঈশ্বরদীতে রেলওয়ে জংশন স্টেশন ইয়ার্ডে ট্রেনের একটি বগিতে আগুন দেয়ার ঘটনায় থানায় মামলা করা হয়েছে।
সোমবার (২৭ নভেম্বর) রাতে মামলাটি হয়। এর আগে স্টেশন প্ল্যাটফর্মের উত্তর পাশে রেল ইয়ার্ড ওয়াশ ফিডে এ ঘটনা ঘটে।
ঘটনার পর ঈশ্বরদী ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালিয়ে রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও রেল পুলিশের সহযোগিতায় আগুন নেভাতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, রাত সাড়ে ৮টার দিকে জংশন স্টেশনে ট্রেনে আগুন দেয়ার খবর শুনে তাদের দুটি ইউনিট রওনা দেয়। ইউনিট দুটি স্টেশন ইয়ার্ডের ওয়াশ ফিডে থাকা ট্রেনের বগির ভেতরের আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ঢাকা মেইল-৯৯ আপ ট্রেনের ৫৫৫৬ নম্বর কোচের ১১টি সিট পুড়ে গেছে।
ঈশ্বরদী রেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুজ্জামান রুমেল জানান, গতকাল রাত সাড়ে ৮টার দিকে দুর্বৃত্তরা মুখ বাঁধা অবস্থায় রেল ইয়ার্ডে এসে বগির ভেতরে পেট্রোল-জাতীয় দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য বিপজ্জনক বাঁশি দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
ওসি বলেন, ঘটনার পরপরই ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্টদের খবর দেয়া হয়। তবে কারা ট্রেনের বগিতে আগুন দিয়েছে তা স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ট্রেনের বগিতে আগুন দিয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় গতকাল রাতেই ঈশ্বরদী স্টেশন সুপারেনটেন্ড মহিউল ইসলাম বাদী হয়ে নাশকতার মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুর পর্যন্ত এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।