আর্কাইভ থেকে দেশজুড়ে

শাহবাগে বাসে আগুন

রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটের সামনে তরঙ্গ পরিবহনের একটি যাত্রীবাহী অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।খবর পেয়ে ফায়ার স্টেশনের ২টি ইউনিট তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে আগুনের ঘটনাটি ঘটে।

ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগ গণমাধ্যমে জানায়, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে শাহবাগ আজিজ সুপার মার্কেটের সামনে তরঙ্গ পরিবহনের বাসে আগুন দেয়ার খবর পান তারা। পরে ঘটনাস্থলে পৌঁছে বাসে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট। ১টা ৫৫ মিনিটে আগুন নেভাতে সক্ষম হন তারা। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন