আর্কাইভ থেকে দেশজুড়ে

সেলুন কর্মচারীর আড়ালে ছিনতাই

দীর্ঘদিন ধরে রাজধানীতে ছিনতাই করে আসছিলেন সোহাগ হোসেন নামে এক সেলুন কর্মচারী। পুলিশের চোখ ফাঁকি দিতে সেলুন কর্মচারীর পেশা বেছে নিলেও। এবার শেষ রক্ষা হয়নি।

বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তেজগাঁও থানার সোনারগাঁও ক্রসিংয়ে ব্যাংক এশিয়ার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ওসি মোহাম্মদ মহসিন।

তিনি জানান,সোহাগের  নিজস্ব একটি চক্র আছে। তারা মূলত বাসগুলোকে টার্গেট করতেন। বাসে উঠে কৃত্রিম ভিড় সৃষ্টি করে পরে যাত্রীদের মোবাইল ও মানিব্যাগ নিয়ে দ্রুত নেমে যান। কেউ বাধা দিলে ছুরি মেরে পালিয়ে যায়। গতকালও সোহাগ ও তার গ্রুপ এমন ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পুলিশ সেখানে গেলে তারা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে ছুরিসহ সোহাগকে গ্রেফতার করা হয়।

আটকের পরে তার বিরুদ্ধে  আনা অভিযোগের সত্যতা স্বিকার করেছে সোহাগ।

এ সম্পর্কিত আরও পড়ুন