আর্কাইভ থেকে দেশজুড়ে

তিন কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩ কেজি গাজাসহ এক মাদক ব্যবসায়ী যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রাম কারাগারে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উপজেলার বালারহাট বাজার থেকে মোটরসাইকেল যোগে গাঁজা পরিবহনের সময় লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট (কালিরপাঠ) গ্রামের কুখ্যাত মাদক কারবারি যুবক রুবেল হোসেন (২৪) কে ৩ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করে ফুলবাড়ী থানায় নিয়ে আসা হয়।

এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন