কে কোন সিট পাবে তা ঠিক হয়ে গেছে : ড. মঈন
যে নির্বাচন হচ্ছে তা ভূয়া নির্বাচন, সরকার তা করতে গিয়ে সব হযবরল করে ফেলেছে। জনগণ নয় তারাই ঠিক করে ফেলেছে এমপি কে হবে। বলেছেন বিএনপির স্খায়ী কমিটির সদস্য ড. মঈন খান।
সোমবার ( ১ জানুয়ারি ) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ৪৫-তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
ড. মঈন খান বলেন, আওয়ামী লীগের নিজের প্রার্থী ও তাদের গৃহপালিত জাতীয় পার্টির প্রার্থীরাই এখন এ নির্বাচন নিয়ে সমালোচনা করছে। নির্বাচন সরকার নিজেরাই করে ফেলেছ, কে কোন সিট পাবে তা ঠিক হয়ে গেছে। কে কোন আসন পাবে তা আগেই সিলেকশনে হয়ে গেছে, ইলেকশনে নয়।
তিনি আরও বলেন, ৭ জানুয়ারি নির্বাচন নয় শুধু ফলাফল ঘোষণা হবে। যা এখন অর্থহীন হয়ে গেছে। বাংলাদেশের নির্বাচন ও বর্তমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘ, ইইউ ও ইউএসএ নিজেরাই চিঠি ইস্যু করেছে। বাংলাদেশে গণতন্ত্র মৃত এটা এখন বিশ্বস্বীকৃত।