শীতে কাঁপছে চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গায় প্রতিদিনই উঠানামা করছে তাপমাত্রা। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। গেলো এক সপ্তাহ ধরে ১০-১৪ ডিগ্রির মধ্যে রয়েছে তাপমাত্রা।
মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল ৬টায় তাপমাত্রা নেমে এসেছে ১২.০ ডিগ্রি সেলসিয়াসে। এর আগে, সোমবার (৮ জানুয়ারি) চুয়াডাঙ্গায় তাপমাত্রা ছিল ১৪.০ ডিগ্রি সেলসিয়াস।
শীতের কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে আছেন খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। শীতের কারণে সময় মতো কাজে যেতে পারছেন না তারা।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিললেও কমছে না শীতের দাপট। তীব্র ঠাণ্ডায় দেখা দিচ্ছে শীতজনিত নানা রোগ। হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক রাকিবুল হাসান জানান, গেলো এক সপ্তাহ ধরে চুয়াডাঙ্গার তাপমাত্রার পারদ প্রতিদিনই উঠানামা করছে। ঘন কুয়াশা থাকবে আরও কয়েকদিন। এ রকম পরিস্থিতি আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে।