চট্টগ্রামের বিপক্ষে বড় সংগ্রহ সিলেটের
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম সিলেট স্ট্রাইকার্স। খেলায় টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে বড় সংগ্রহ তুলেছে সিলেট। নির্ধারিত ওভার শেষে ২ উইকেট হারিয়ে মাশরাফির দলের সংগ্রহ ১৭৭ রান।
শুক্রবার (১৯জানুয়ারি) টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক শুভাগতো হোম। শুরুতে ব্যাট করতে নেমে প্রথম থেকেই মারমুখী ভাবে ব্যাট চালাতে থাকেন সিলেট স্ট্রাইকার্সের দুই ওপেনার মোহাম্মদ মিথুন ও নাজমুল হাসান শান্ত।
৩০ বলে ৩৬ রান করে শান্ত আউট হলে জাকির হাসানকে নিয়ে এগিয়ে যেতে থাকেন মিথুন। ২৮ বলে ৪০ রান করে মিথুন আউট হলে হ্যারি টেক্টরকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন জাকির।
দুর্দান্ত ব্যাটিং করে ৩১ বলে নিজের ফিফটি তোলার পর ৪৩ বলে অপরাজিত থাকেন ৭০ রানে। পাশাপাশি হ্যারি টেক্টর করেন ২০ বলে ২৬ রান। আর সিলেটের সংগ্রহ দাড়ায় ১৭৭