ক্রিকেট

নান্নুর অধ্যায় শেষ, নতুন প্রধান নির্বাচক ঘোষণা করলো বিসিবি

মিনহাজুল আবেদিন নান্নুকে বিসিবি প্রধান নির্বাচকের পদ থেকে সরানো হয়েছে। তার জায়গায় স্থলাভিষিক্ত করা হয়েছে সাবেক অধিনায়ক ও বিসিবির সাবেক পরিচালক গাজী আশরাফ হোসেন লিপুকে।

সোমবার ( ১২ ফেব্রুয়ারি) মিরপুরে বোর্ড সভায় বসেছিল বিসিবি। সভা শেষে এই সিদ্ধান্ত জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

নান্নু ছাড়াও বাদ পড়েছেন হাবিবুল বশার সুমনও।  তবে নির্বাচক প্যানেলে বহাল রয়েছেন আব্দুর রাজ্জাক।  তাদের সঙ্গে যুক্ত হয়েছেন হান্নান সরকার।

গেল বছরের ৩১ ডিসেম্বর মেয়াদ শেষ হয় মিনহাজুল আবেদীন নান্নুদের প্যানেলের। এরপরে বিশেষ অনুমোদনে বাড়ানো হয় সেটির মেয়াদ। ২০১৬ সাল থেকে জাতীয় দলের প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করছেন মিনহাজুল আবেদীন নান্নু।

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন