সিরিজ জয়ের সাথে হাথুরুর ভাবনায় টি-টোয়েন্টি বিশ্বকাপ
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ৩ রানে হারলেও দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটের বড় জয় পায় বাংলাদেশ। ফলে প্রথমবার টাইগারদের সামনে সুযোগ লঙ্কানদের টি-টোয়েন্টি সিরিজের হারানোর। আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে নাজমুল হোসেনের দল।
বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও আছেন সিরিজ জয়ের অপেক্ষায়। সেই সঙ্গে হাথুরুর ভাবনায় ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপও আছে।
আজ শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে লঙ্কান এই কোচ বলেন, ‘আমরা সিরিজটা জেতার মতো অবস্থানে আছি। আমাদের লক্ষ্য হচ্ছে ম্যাচটা জেতা। ম্যাচটা যেহেতু দিনে, আমাদের বেশ কিছু বিষয় বিবেচনায় রাখতে হবে। আমরা যদি আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের ভালো সুযোগ থাকবে ম্যাচটা জেতার। তবে এটাও বলব, শ্রীলঙ্কা খুবই ভালো টি-টোয়েন্টি দল। যা-ই হোক, আমরা নিজেদের খেলায় মনোযোগ দেওয়ার চেষ্টা করছি।’
হাথুরু আরও বলেন ‘আমরা বিশ্বকাপের জন্য সমন্বয় খুঁজছি। সেই সমন্বয়ে কে কেমনভাবে জায়গা করে নেয় এবং সেখানে কে কতটা স্বাচ্ছন্দ্যবোধ করে, সেটাও দেখছি।’