আর্কাইভ থেকে বাংলাদেশ

মালিতে সশস্ত্র বিদ্রোহীদের হামলায় নিহত ১৩২

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সশস্ত্র বিদ্রোহীদের হামলায় ১৩২ জন বেসামরিক লোক নিহত হয়েছে। সোমবার (২০ জুন) দেশিটির সরকার এ তথ্য জানিয়েছে।

আজ মঙ্গলবার (২১ জুন) থেকে ক্ষমতাসীন জান্তা সরকারের প্রধান কর্নেল আসিমি গোইতা এই জন্য তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন ।

সেই দেশের সরকারের দেওয়া এক বিবৃতিতে জানা যায়, মধ্য মালির বাঙ্কাসের কাছে কয়েকটি গ্রামে হামলা চালানো হলে বেসামরিক লোক নিহত হবার ঘটনা ঘটে । যাতে করে মনে করা হচ্ছে ইসলামিক চরমপন্থী সহিংসতা মালির উত্তর থেকে ব্যাঙ্কাসের মতো আরও কেন্দ্রীয় অঞ্চলে ছড়িয়ে পড়ছে।

এ ছাড়াও মালিতে জাতিসংঘের মিশন রোববার পৃথক ঘটনায় বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণে জাতিসংঘের একজন শান্তিরক্ষী নিহত হয়েছেন।
 
২০১৩ সালে মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন চালু হয়। মিশনে এখন মালিতে প্রায় ১২ হাজার সৈন্য এবং অতিরিক্ত দুই হাজার পুলিশ সদস্য এবং অন্যান্য কর্মকর্তারা রয়েছে।

কর্মকর্তারা জানান, মালিতে ২৭০ জনেরও বেশি শান্তিরক্ষী নিহত হয়েছে, যা জাতিসংঘের সবচেয়ে মারাত্মক শান্তিরক্ষা মিশনে পরিণত হয়েছে।

 

এসআই/

এ সম্পর্কিত আরও পড়ুন