জাতীয়

বিএসটিআই'র অভিযানে ১টি প্রতিষ্ঠানকে জরিমানা

রাজধানীর শান্তিনগর কাঁচা বাজার এলাকায় বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযানে এক প্রতিষ্ঠানকে দশ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১৪ মার্চ) নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা আফরিন মুস্তাফা'র নেতৃত্বে ডিএমপির সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় একটি প্রতিষ্ঠানে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ না করে মুড়ি বিক্রয় করার অপরাধে প্রতিষ্ঠানটিকে দশ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কাঁচাবাজারে বিভিন্ন ফল-মূল ও মাছের উপর ফরমালিন পরীক্ষা করা হয়। এসময় কোন ফরমালিন এর উপস্থিতি পাওয়া যায়নি।

প্রসঙ্গত, জনস্বার্থে বিএসটিআই'র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন