কাল থেকে এলাকাভিত্তিক লোডশেডিং
জ্বালানি তেলের লোকসান কমাতে মঙ্গলবার (১৯ জুলাই) থেকে এলাকা ভিত্তিক লোডশেডিং হবে। দিনে এক থেকে দুই ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। তবে কোন এলাকায় কবে বিদ্যুৎ বন্ধ থাকবে তা আগে থেকে জানিয়ে দেয়া হবে। বললেন প্রধানমন্ত্রী জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
সোমবার (১৮ জুলাই) দুপুর প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত বৈঠকে তিনি এ কথা বলেন।
ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী আরও বলেন, দেশের ডিজেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে বিদ্যুৎ উৎপাদন স্থগিত করা হয়েছে। সরকারি-বেসরকারি অফিস ভার্চুয়ালি পরিচালনা করা হবে।
তিনি বলেন, বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য প্রতিটি মসজিদের এসি বন্ধ থাকবে। দোকানপাট ও মার্কেট রাত ৮টার পর বন্ধ রাখতে হবে। এসময় সরকারি অফিসের সভাগুলো অনলাইনে পরিচালনা করতে হবে। সিএনজি পাম্পগুলো সপ্তাহে একদিন বন্ধ রাখা হবে।
তাসনিয়া রহমান