আবহাওয়া

৪৩ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে চুয়াডাঙ্গা

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস  রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। এসময় বাতাসের আর্দ্রতা ছিলো ১৩ শতাংশ।

সোমবার (২৯ এপ্রিল) বিকেল ৩টায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৩ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ইনচার্জ জানান, আপাতত দু-একদিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বা একইরকম থাকবে।

জানা যায়, এর আগে ২০১৪ সালের ২১ মে চুয়াডাঙ্গায় ৪৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। অর্থাৎ, ১০ বছর পর জেলার তাপমাত্রা ৪৩ ডিগ্রির ঘরে প্রবেশ করলো।

চুয়াডাঙ্গায় চলছে অতি তীব্র তাপপ্রবাহ। সবচাইতে দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী মানুষ এবং শিশু ও বয়স্করা।

জেলা শহরের  শুকুর আলী বলেন, ‌যখন প্যাডেল মেরে রিকশা চালিয়েছেন তখনো এতো কষ্ট হয়নি। এখন ব্যাটারিচালিত পাখিভ্যান চালান। তারপরও গরমের কারণে বের হতে পারছেন না।

প্রসঙ্গত, এপ্রিলের শুরু থেকেই জেলায় ৩৮ থেকে ৪০ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হচ্ছিল। তবে এ মাসের মাঝামাঝি থেকে ৪০-৪২ ডিগ্রি পার করেছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন