আর্কাইভ থেকে বাংলাদেশ

কোভিড ১৯ প্রতিরোধে করণীয় শীর্ষক টাইন হল সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে কোভিড ১৯ প্রতিরোধে  অভিজ্ঞতা বিনিময় ও করণীয় নির্ধারণ শীর্ষক টাউনহল মিটিং অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১০ আগস্ট) সকালে সদর উপজেলা আলোরভূবন কনফারেন্স কক্ষে টাউনহল মিটিং-এ সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি একেএম সামিউল হক নান্টু।

ইউনিসেফ’র আর্থিক সহযোগিতায় দি হাঙ্গার প্রজেক্ট কুড়িগ্রাম সদর উপজেলায় স্বাস্থ্য বিভাগ, শিক্ষা বিভাগ, সমাজসেবা অধিদপ্তর ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে অর্ধদিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে। কোভিড ১৯ প্রতিরোধ প্রকল্পের আওতায় দি হাঙ্গার প্রজেক্ট কুড়িগ্রাম জেলার ৭টি উপজেলায় ধর্মীয় নেতাদের নিয়ে কর্মশালা, উঠান বৈঠক, থিয়েটার, মাইকিং, লিফলেট বিতরণ, স্টিকার ও পোস্টার লাগানোর মধ্য দিয়ে ব্যাপক সচেতনতামূলক কাজ বাস্তবায়ন করছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মূল বক্তব্য উপস্থাপন করেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. হাবীবুর রহমান, সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাজ্জাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ লাল, জেলা সুজন সভাপতি খায়রুল আনম, দি হাঙ্গার প্রজেক্টের রংপুর বিভাগের আঞ্চলিক সমন্বয়কারী রাজেশ দে, সাংবাদিক হুমায়ুন কবির সূর্য, লাইলী বেগম,করোনা যোদ্ধা অন্তু প্রমুখ।

এ সম্পর্কিত আরও পড়ুন