ক্রিকেট

আইসিসি'র স্বীকৃতি পেল মেজর লিগ ক্রিকেট

যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট (এমএলসি) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে লিস্ট-এ ক্রিকেটের স্বীকৃতি পেয়েছে। আগামী ৫ জুলাই থেকে শুরু হচ্ছে লিগটির দ্বিতীয় মৌসুম। যুক্তরাষ্ট্রে ক্রিকেটের সম্প্রসারণে আইসিসির এই সিদ্ধান্ত বড় ভূমিকা রাখবে বলে ধারণা করা যায়। এরমধ্যে যুক্তরাষ্ট্র আয়োজন করতে যাচ্ছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ।

এমএলসি এখন অফিশিয়াল টি-টোয়েন্টি লিগ হিসেবে চলবে। যেখানে টুর্নামেন্টের প্রতিটি রান, উইকেট পরিসংখ্যানে যুক্ত হবে। টুর্নামেন্টটির পরিচালক জাস্টিন গেল ক্রিকইনফো’কে জানিয়েছেন, "আমরা এই খবরে সত্যি উচ্ছ্বসিত বোধ করছি কারণ, এটি টুর্নামেন্টের মান ও খেলোয়াড়দের মানের দিক থেকে স্বীকৃতি পাচ্ছে।"

আইসিসিকে ধন্যবাদ জানিয়েছেন টুর্নামেন্ট পরিচালক। যুক্তরাষ্ট্রে ক্রিকেট এগিয়ে নেওয়ার জন্য নানা পদক্ষেপ গ্রহণ করছে দেশটি। এর বড় এক ধাপ আগামী জুনের শুরু থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যে টুর্নামেন্টটি শেষ হওয়ার পর, শুরু হবে এমএলসি টুর্নামেন্ট।

 

এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন