চ্যাম্পিয়নস লিগের মৌসুম সেরা ভিনিসিয়াস
২০২৩-২৪ মৌসুমের রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগ জয়ে অনেক বড় অবদান রেখেছেন ভিনিসিয়াস জুনিয়র। দারুণ মৌসুম কাটানোর পর আসরের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
এছাড়াও চ্যাম্পিয়নস লিগের এবারের ইউরোপ মৌসুমের সেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রিয়াল মাদ্রিদেরআরেক তারকা জুড বেলিংহ্যাম।
সোমবার উয়েফা নিজেদের ওয়েবসাইটে এই নাম প্রকাশ করেছে। উয়েফার টেকনিক্যাল পর্যবেক্ষক প্যানেল সেরাদের নির্বাচন করেছে।
ওয়েম্বলির ফাইনালে একটিসহ এবারের মৌসুমে ১০ ম্যাচ খেলে ৬ গোল করেছেন ভিনি। এছাড়া অ্যাসিস্ট আছে ৫টি। গত আসরে ৭ গোলের সঙ্গে তার অ্যাসিস্ট ছিল ৫টি।
ইউরোপ সেরার প্রতিযোগিতাটিতে টানা দুই আসরে অন্তত ৫টি করে গোল ও অ্যাসিস্ট করা দ্বিতীয় খেলোয়াড় এখন ভিনি। প্রথমজন লুইস ফিগো- ১৯৯৯-০০ মৌসুমে বার্সেলোনার হয়ে ৫ গোল ও ৯ অ্যাসিস্ট এবং ২০০০-০১ মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে ৫ গোল ও ৭ অ্যাসিস্ট করেছিলেন।
অন্যদিকে মাদ্রিদের হয়ে অভিষেক মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে ১১ ম্যাচে ৪টি গোলের পাশাপাশি ৫টি অ্যাসিস্ট করেছেন ইংলিশ মিডফিল্ডার বেলিংহ্যাম।
মৌসুমের সেরা গোলও নির্বাচিত হয়েছে রিয়াল মাদ্রিদের আরেক তারকা ফেদে ভালভের্দের। ঘরের মাঠে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে প্রথম স্পর্শে ভলিতে গোলটি করে ৩-৩ সমতা টানেন এই উরুগুয়েন।