অর্থনীতি

নানা অজুহাতে দাম বৃদ্ধি ঠেকাতে বাজেটে শক্ত পদক্ষেপ নেই : সানেম

আমাদের ব্যবসায়ীরা নানা অজুহাতে পণ্যমূল্য বাড়ান। এজন্য যে ধরনের শক্ত পদক্ষেপ দরকার তা বাজেটে নেই,বরং কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে দুর্নীতিকে উৎসাহিত করা হয়েছে। বললেন বেসরকারি গবেষণা সংস্থা সানেম এর নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান।

শনিবার (৮ জুন) রাজধানীর মহাখালী ব্র্যাক সেন্টারে  বাজেট পর্যালোচনায় এসব কথা বলেন সংস্থাটির নির্বাহী পরিচালক। এর আগে বাজেটের ওপর একটি উপস্থাপনা তুলে ধরেন সানেমের গবেষণা পরিচালক ড. সায়মা হক বিদিশা।

ড. সেলিম রায়হান বলেন, আগামী অর্থবছরের জন্য ঘোষিত বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, প্রবৃদ্ধি অর্জন ও রিজার্ভ বাড়ানোর যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তা বাস্তবভিত্তিক নয়। চাহিদা নিয়ন্ত্রণের জন্য সুদহার এত দেরিতে বাড়ানো হয়েছে যে,এর আগেই চাহিদা নিয়ন্ত্রণ হয়ে গেছে।

তিনি বলেন, মূল্যস্ফীতি দীর্ঘদিন ধরে উচ্চমাত্রায় থাকায় মানুষের ক্রয়ক্ষমতা কমার বিষয়টি বিবেচনায় নিয়ে করমুক্ত আয়সীমা বাড়ানো উচিত ছিল। রাজস্ব আয়ের ক্ষেত্রে করের আওতা না বাড়িয়ে গতানুগতিকভাবে কেবল প্রত্যক্ষ কর বাড়ানোর লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে। এর মাধ্যমে নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের ওপর করের বোঝা আরও বাড়বে। এটা না করে ধনীদের ওপর কর বাড়ানো দরকার ছিল। কেননা ধনী শ্রেণি ও রাজনৈতিক ব্যবসায়ীরা বিভিন্ন কারণে নানাভাবে কর দেন না। অবশ্য এবারে সর্বোচ্চ কর হার ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ করার বিষয়টি ইতিবাচক।

১৫ শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার তীব্র নিন্দা জানিয়ে তিনি আরও বলেন, ন্যায়ভিত্তিক সমাজের সঙ্গে কোনোভাবেই এটা সামঞ্জস্যপূর্ণ না। এর মাধ্যমে দুর্নীতিকে উৎসাহিত করা হয়। এর মাধ্যমে কর ফাঁকি দিতে উৎসাহিত হবেন। ব্যাংক খাত সংস্কারের কথা অনেক আগ থেকে বলা হচ্ছে না। ঋণখেলাপি,করখেলাপি ও কালো টাকার মালিকরা একই সূত্রে গাঁথা।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন