পাকিস্তানের বিদায়ে খারাপ লাগছে তামিমের
২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনাল খেলেছিলো পাকিস্তান। অথচ এবছর গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।
পাকিস্তানের এমন বিদায়ে খারাপ লাগছে বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবালের। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানের বিদায়ে খারাপ লাগা নিয়ে তামিম ইকবাল লিখেছেন, ‘বিশ্বকাপ থেকে পাকিস্তান বাদ পড়ায় খারাপ লাগছে। আশা করছি তারা পরেরবার ভালো করবে, শহীদ আফ্রিদির মতো সিনিয়র ক্রিকেটার পথ দেখাবেন।’
যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার দিয়ে এবারের বিশ্বকাপ শুরু করে পাকিস্তান। প্রথমে ব্যাট করে ক্রিকেটের নবাগত দলটিকে ১৫৯ রানের লক্ষ্য দেয় পাকিস্তান। পরে ব্যাট করতে নেমে সেই ম্যাচ যুক্তরাষ্ট্র টাই করলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। এরপর সুপার ওভারে এবারের বিশ্বকাপের আয়োজক দেশটির কাছে হেরে যায় তারা।
পাকিস্তান তাদের দ্বিতীয় ম্যাচে পরাজিত হয় চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে। সেই ম্যাচটিতেও প্রায় জয়ের কাছাকাছি গিয়েছিলো তারা। শেষ পর্যন্ত হেরে যায় ৬ রানে।
দুই ম্যাচ হারের পর তৃতীয় ম্যাচে কানাডার বিপক্ষে জয় পায় বাবর আজমের দল। এই জয়ের পর সুপার এইটের আশা কিছুটা জেগে থাকলেও যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় বিদায় নিশ্চিত হয় পাকিস্তানের।