আর্কাইভ থেকে বাংলাদেশ

লঙ্কানদের আগুনে শঙ্কিত ভারত

এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের পর শ্রীলঙ্কার কাছে হেরে বিদায় ঘণ্টাই বেজে গেছে ভারতের। ভারতের দেয়া ১৭৪ রানের লক্ষ্যমাত্রা ১৯ দশমিক ৫ ওভারে পেরিয়ে যায় লঙ্কানরা। এ হারে এশিয়া কাপ থেকে এক প্রকার ছিটকে গেল ভারত।

এশিয়ার শ্রেষ্ঠত্বের আসরে পাকিস্তানের কাছে ৫ উইকেটে হারার পর দুবাইয়ে দাসুন শানাকার লঙ্কায় পুড়েছে ভারত, দেখেছে ৬ উইকেটের বড় হার। বাঁচা-মরার ম্যাচে ৮ উইকেট হারিয়ে শুরুতে ১৭৩ রান তোলে ভারত। জবাবে এক বল হাতে রেখে জয় তোলার পাশাপাশি ফাইনালেও এক পা বাড়িয়ে রেখেছে শ্রীলঙ্কা।

বড় লক্ষ্যে নেমে দারুণ শুরু করেন পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। দুই ওপেনারের দুই ফিফটিতে প্রথম উইকেট জুটিতে আসে ৯৭ রান। ১১.১ ওভারে ৩৭ বলে ৫২ রান করে ফেরেন নিশাঙ্কা। চাহালের বলে রোহিতের হাতে ক্যাচ দেয়ার আগে খেলেন দুটি ছক্কা ও চারটি চারের মার, ইনিংস সাজান ১৪০.৫৪ স্ট্রাইক রেটে।

এগারোতম ওভারেই চাহাল ফেরান তিনে নামা চারিথ আসালাঙ্কাকে। ব্যর্থ হন চারে নামা ধানুষ্কা গুনাথিলাকাও। মাঝের দিকে স্কোরবোর্ডে ১৩ রান তুলতে লঙ্কানরা হারায় শুরুর চার উইকেট।

দলীয় ১১০ রানের মাথায় ফেরেন ফিফটি হাঁকানো কুশল মেন্ডিস। লঙ্কান উইকেটরক্ষক ব্যাটার চারটি চারের মার ও তিনটি ছক্কায় ৩৭ বলে করে যান ৫৭ রান। বাকি পথ ভানুকা রাজাপাকসেকে নিয়ে পাড়ি দেন অধিনায়ক দাসুন শানাকা।

শেষ ৫.৪ ওভারে দুজনে আনেন ৬৪ রান। ওভারপ্রতি তোলেন প্রায় ১২ রান করে। ১৮ বলে চারটি চার ও এক ছক্কায় ৩৩ রানের ক্যাপ্টেনস নক দেন শানাকা। ১৭ বলে দুই ছক্কায় ২৫ রান করে জিতিয়ে মাঠ ছাড়েন ভানুকা। ভারতের হয়ে তিনটি উইকেট নেন যুজবেন্দ্র চাহাল।

এর আগে, রোহিত শর্মার ঝড়ো ইনিংসের পর মিডল ওভারে রানের লাগাম টেনে ধরে শ্রীলঙ্কা। ভারতের শুরুটাও অবশ্য ভালো হয়নি। ইনিংসের দ্বিতীয় ওভারে লোকেশ রাহুলকে এলবিডব্লিউ করেন থিকশানা। পরের ওভারে বিরাট কোহলিকে ফেরান দিলশান মাদুশাঙ্কা।

১৩ রানে ২ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলকে সামনে থেকে নেতৃত্ব দেন রোহিত। আগ্রাসী ব্যাটিংয়ে অধিনায়ককে সঙ্গ দিয়েছেন সূর্যকুমার যাদব। তৃতীয় উইকেটে দুজন মিলে আনেন ৯৭ রান।

৪১ বলে ৭২ রানের দুর্দান্ত ইনিংস খেলে রোহিত ফেরেন করুনারত্নের বলে ক্যাচ দিয়ে। সঙ্গীর বিদায়ের পর বেশিক্ষণ টিকে থাকতে পারেননি সূর্যকুমারও। শানাকার বলে ক্যাচ দিয়েছেন শর্ট থার্ডে।

ফর্মে থাকা হার্দিক পান্ডিয়া রান পাননি খুব বেশি। ১৩ বলে ১৭ রান করে আউট হয়েছেন শানাকার বলে। দীপক হুদাকে ৩ রানে ফিরিয়েছেন মাদুশাঙ্কা। ভালো শুরু করেও ইনিংস লম্বা করতে পারেননি রিশভ পান্টও।

শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন মাদুশাঙ্কা। দুটি করে উইকেট পেয়েছেন শানাকা ও করুনারত্নে। শেষদিকে লঙ্কান পেসারদের দাপটে ১৭৩ রানেই আটকে যায় ভারত। যা এক বল হাতে রেখেই পেরিয়ে গেছে শ্রীলঙ্কা।

টিআর

এ সম্পর্কিত আরও পড়ুন