আর্কাইভ থেকে বাংলাদেশ

বিশ্ববাসীকে আজীবন সেবা দেবো: রাজা তৃতীয় চার্লস

রানী দ্বিতীয় এলিজাবেথ গোটা রাজপরিবারের জন্য ছিলেন অনুপ্রেরণা। যুক্তরাজ্য ও বিশ্ববাসীকে আজীবন সেবা দেয়ার অঙ্গীকার করেন ব্রিটেনের নতুন রাজা তৃতীয় চার্লস। 

শুক্রবার (৯ সেপ্টেম্বর) ব্রিটিশ সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় রাত ১১টা) জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেন ৭৩ বছর বয়সী এই রাজা।

শনিবার (১০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির দেয়া প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়,  ৯ মিনিটের আবেগঘন ভাষণে চার্লস তাঁর মা রানি এলিজাবেথের পরিপূর্ণ জীবনের কথা স্মরণ করেন। মায়ের মতোই বাকি জীবন ব্রিটেনের জনগণ ও সংবিধানকে সমুন্নত রাখার শপথ নেন তিনি।

ভাষণে ব্রিটেনের সিংহাসনের পরবর্তী উত্তরাধিকার হিসেবে প্রিন্স উইলিয়ামসকে প্রিন্স অব ওয়েলস এবং তাঁর স্ত্রী কেট মিডলটনকে প্রিন্সেস অব ওয়েলস উপাধি দেন চার্লস।

জাতীয় শোকের মধ্যেই চার্চের ঘণ্টা আর গুলির আওয়াজে শুক্রবার রানি দ্বিতীয় এলিজাবেথকে স্মরণ করে ব্রিটেন।

মায়ের মৃত্যুশোকের মাঝেই স্কটল্যান্ডের ব্যালমোরাল থেকে লন্ডনের বাকিংহাম প্রাসাদে ফিরে আসেন নতুন রাজা তৃতীয় চার্লস। এরপর নতুন রাজার সঙ্গে নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাসের সাক্ষাৎ হয়।

রাজা হিসেবে জাতির উদ্দেশে প্রথম ভাষণে চার্লস মা এলিজাবেথের প্রতি আবেগঘন শ্রদ্ধা ও ভালোবাসা জানান। নতুন দায়িত্ব পালনে নিজেকে উৎসর্গের অঙ্গীকার করেন রাজা তৃতীয় চার্লস। ছোট ছেলে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলকেও শুভেচ্ছা জানান চার্লস।

রানির স্মরণে লন্ডনের সেন্ট পলস ক্যাথিড্রালে জনসাধারণের অংশগ্রহণে একটি স্মরণসভা হয়েছে। রানির মৃত্যুতে ব্রিটেনের জাতীয় সঙ্গীত ‘গড সেভ দ্য কুইন’ থেকে পরিবর্তন করে আবার ‘গড সেভ দ্য কিং’ করা হয়েছে।

শনিবার বাংলাদেশ সময় বিকেল ৩টায় ব্রিটেনের সেন্ট জেমস প্যালেসে অ্যাসেশন কাউন্সিলের সভায় চার্লসকে আনুষ্ঠানিকভাবে রাজা ঘোষণা করা হবে। এরপর প্রথা অনুযায়ী প্রাসাদের বারান্দা থেকে লন্ডন শহরকে উদ্দেশ্য করে নতুন রাজার নাম জানানো হবে। রোববার স্কটল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড ও ওয়েলসেও ঘোষণার মাধ্যমে জানানো হবে রাজা তৃতীয় চার্লসের নাম।

জাতীয় শোকের মাঝেই নতুন রাজা চার্লসের সম্মানে বাংলাদেশ সময় শনিবার বিকেল ৪টা থেকে রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত ব্রিটেনের পতাকা ২৬ ঘণ্টার জন্য পূর্ণ উচ্চতায় রাখা হবে, এরপর আবারও নামিয়ে আনা হবে অর্ধনমিত অবস্থায়।

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন