আর্কাইভ থেকে বাংলাদেশ

ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সাংস্কৃতিক কেন্দ্র স্থানান্তরের দাবীতে মানববন্ধন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটবাড়ী ইউনিয়নের আদমপুর গ্রামের নির্মানাধীন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী (আদিবাসী) সাংস্কৃতিক কেন্দ্র স্থানান্তরের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৬ সেপ্টেম্বর)  দুপুরে গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কের বাগদা বাজারে আঞ্চলিক মহাসড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, আদমপুর গ্রামে আদিবাসী সাংস্কৃতিক কেন্দ্র একাডেমি হলে কিছু আদিবাসী লাভোবান হবেন।এতে আদিবাসী শিক্ষা সাংস্কৃতিক বিকাশ ঘটবে না। তাই তারা অবিলম্বে আদমপুর থেকে সাংস্কৃতিক কেন্দ্র স্থানান্তর করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, কাটাবাড়ী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ছামিউল আলম রাশু, আদিবাসী নেতা চরন মুরমু, গণেষ মরমু, লিবিও হাসদা বক্তব্য রাখেন। ৬ টি ইউনিয়নের আদিবাসী জনগোষ্ঠীর দাবী অনুযায়ী শহরমুখী সড়কের পাশে সাংস্কৃতিক কেন্দ্র করার দাবী জানান।

মেঘ

এ সম্পর্কিত আরও পড়ুন