বিনোদন

সহকর্মীদের তোপের মুখে শিল্পকলা ছাড়লেন জ্যোতিকা জ্যোতি!

ছবি: সংগৃহীত

শেখ হাসিনা সরকারের আমলে শিল্পকলা একাডেমির পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। গেল ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শিল্পকলা একাডেমির অফিসে আর যাননি তিনি। কিন্তু দীর্ঘদিন পর অফিসে প্রবেশের পরই সহকর্মীদের তোপের মুখে পড়েন তিনি। এক পর্যায়ে শিল্পকলা একাডেমি ছাড়তে বাধ্য হন এই অভিনেত্রী।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় জ্যোতি অফিসে প্রবেশের পরই উত্তেজনা ছড়িয়ে পড়ে। সহকর্মীদের বাধার মুখে শিল্পকলা একাডেমি থেকে বের হয়ে যান তিনি।

এ বিষয়ে জ্যোতিকা জ্যোতি জানিয়েছেন, ‘শিল্পকলা একাডেমির পরিচালক হিসেবে ২ বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়ে কাজ করছিলাম। এখন পর্যন্ত আমার চাকরিটা আছে। চুক্তি বাতিল হয়নি। গেল দুই মাসে দেশের চলমান অবস্থার মধ্যেই শিল্পকলায় নতুন ডিজি এসেছে। তাই মনে হয়েছে অফিসে যাওয়া উচিত। সেই কথা মাথায় রেখেই সেখানে গিয়েছি। কিন্তু একাডেমিতে প্রবেশের পর পরিস্থিাতি খারাপ লক্ষ করেছি। অনেক মানুষ সেখানে চিৎকার করছিল। পরে ডিজির সঙ্গে দেখা করি। পরিস্থিতির বিবরণ দিয়ে তিনি আমাকে বেরিয়ে আসতে বললে আমি সেখান থেকে চলে আসি।’

বাংলাদেশ শিল্পকলা একাডেমির সিনিয়র ইনস্ট্রাক্টর আইরিন পারভীন লোপা বলেন, ‘তিনি (জ্যোতিকা জ্যোতি) অফিসে আসায় আমরা হতবাক হয়েছি।  শুধু তাই নয়, তিনি এখনো নিজেকে বিগত সরকারের নিয়োগ পাওয়া কর্মকর্তা ভাবছেন। তার অধিকার রয়েছে অফিসে আসার। কিন্তু যে সরকার নেই, সেই সরকারের দাপট দেখাচ্ছেন।  আমরা তাকে সসম্মানে চলে যেতে বলেছি।’

জেডএস/

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন