বিনোদন

বুসানে মেহজাবীনের অভিষেক সিনেমা ‘সাবা’!

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ছবি: সংগৃহীত

বাংলাদেশি অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর প্রথম সিনেমা ‘সাবা’ এখন আন্তর্জাতিক মঞ্চে আলো ছড়াচ্ছে টরন্টো চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবার পর এবার ‘সাবা’ দেখানো হচ্ছে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। চলতি বছরের ২ থেকে ১১ অক্টোবর পর্যন্ত চলবে এই উৎসবযেখানে মেহজাবীন অভিনীত ও প্রযোজিত ‘সাবা’ দেখানো হবে মোট তিনবার। গেলো ৪ অক্টোবর প্রথম প্রিমিয়ার শোতে দর্শকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

সোমবার (৭ অক্টোবর) ও ৯ অক্টোবর ছবিটির আরো দুটি প্রদর্শনী হবে।

দর্শকদের সাড়া এতটাই তীব্র ছিল যে আগামী প্রদর্শনী দু’টির টিকিটও ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে। অভিনেত্রী মেহজাবীন উৎসব প্রাঙ্গণ থেকে বেশ কিছু ছবি শেয়ার করেছেন তার ফেসবুক পেজে, যা ভক্তদের মধ্যে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে

৯০ মিনিট দৈর্ঘ্যের এই ছবিটি পরিচালনা করেছেন মাকসুদ হোসাইন, যেখানে মেহজাবীনকে দেখা যাবে প্রধান নাম চরিত্রে। টরেন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ডিসকভারি প্রোগ্রামে নির্বাচিত হওয়ার পর, এই ছবিটি এখন সারা বিশ্ব থেকে চলচ্চিত্রপ্রেমীদের মনোযোগ আকর্ষণ করছে

উল্লেখ্য, এবারের বুসান চলচ্চিত্র উৎসবে মোট ৬৩টি দেশ থেকে ২৭৯টি সিনেমা প্রদর্শিত হচ্ছে, যার মধ্যে মেহজাবীনের ‘সাবা’ অন্যতম। 

জেডএস/

এ সম্পর্কিত আরও পড়ুন