খেলাধুলা

বাফুফে নির্বাচন কেমন হবে, সন্দিহান ক্রীড়া উপদেষ্টা

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সোমবার (২১ অক্টোবর) তার এই পরিদর্শনকালে বাফুফে নির্বাচনের প্রসঙ্গ উঠে এসেছে। আসন্ন এই নির্বাচন নিয়ে কথা বলতে গিয়ে খুব একটা আশাবাদী দেখা যায়নি আসিফ মাহমুদকে। 

বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার এসময় আসিফ মাহমুদের সঙ্গে ছিলেন। 

গণমাধ্যমের মুখোমুখি হয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, 'পূর্বের কাউন্সিলরদের স্বস্থানে রেখে নির্বাচন করার বিপক্ষে আমি। এখনও বিপক্ষে। কিন্তু ফিফা রেগুলেশনস আর বাফুফের যে স্বায়ত্তশাসন সেটার প্রতি সম্মান রাখতেই হবে। এটা একটা বিষয়। আপনারা জানেন, আমরা কিন্তু জেলা ক্রীড়া সংস্থাগুলো ভেঙে দিয়েছি। জেলা ক্রীড়া সংস্থা থেকে যে কাউন্সিলর যায়, বিভিন্ন ফেডারেশনে যায়, সেগুলো কিন্তু পরিবর্তন করা হচ্ছে।' 

আসিফ মাহমুদ আরও জানিয়েছেন, 'আমি যতটুকু জানতে পেরেছি, ডিএফএর অনেক কাউন্সিলরই পলাতক আছেন। এই পরিস্থিতিতে নির্বাচনটা আসলে কতটুকু গ্রহণযোগ্য হবে, সেটা নিয়ে সন্দেহ আছে।'  

বাংলাদেশের প্রান্তিক পর্যায়ে ফুটবলের যে জনপ্রিয়তা, তা জাতীয় পর্যায়ে আনা যায়নি বলে মন্তব্য করেছেন আসিফ মাহমুদ। তিনি মনে করেন, বাংলাদেশের ফুটবল ক্রিকেটের চেয়েও বেশি জনপ্রিয় হওয়া সম্ভব। 

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন