বিনোদন

ট্রাম্প-কমলার পক্ষে বিপক্ষে নেমেছেন যেসব হলিউড তারকা

ছবি: সংগৃহীত

আসছে ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। বহুল প্রত্যাশিত এই নির্বাচনকে ঘিরে ডেমোক্র্যাট ও রিপাবলিকান শিবিরের নেতাকর্মীদের প্রচারণা এখন  তুঙ্গে। তাদের সঙ্গে প্রচারণায় যোগ দিয়েছেন হলিউডের এক ঝাঁক তারকা অভিনেতা-অভিনেত্রী ও সঙ্গীত শিল্পী।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এবার ডেমোক্রেটিক পার্টির হয়ে লড়ছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। অন্যদিকে তার প্রধান প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী সাবেক প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্প।  হলিউড তারকা ও  সঙ্গীত শিল্পীদের অনেকেই ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিসের পক্ষে নিজেদের রাজনৈতিক অবস্থান জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় প্রেসিডেন্ট প্রার্থীকে সমর্থন করাসহ যুক্তিও তুলে ধরেছেন অনেকে।   

সম্প্রতি কমলা হ্যারিসকে সমর্থন জানিয়ে আলোড়ন তুলেছেন প্রখ্যাত মার্কিন পপতারকা টেলর সুইফট।  নিজের ইনস্টাগ্রামে তিনি বলেছেন, কমলা অধিকার রক্ষায় লড়াই করেন তার মতো প্রতিভাবান নেত্রী যুক্তরাষ্ট্রকে শান্তিপূর্ণভাবে এগিয়ে নিতে পারবেন।

এছাড়াও, জনপ্রিয় র‌্যাপার এমিনেমও কমলার সমর্থনে প্রচারে নেমেছেন সঙ্গে ছিলেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথওয়ে প্রথমবারের মতো কুইনের গান পরিবেশন করে কমলার সমর্থনে মঞ্চে আসেন

এদিকে কানাডীয় গায়িকা নেইল ইয়ং, অলিভিয়া রদ্রিগোসহ আরও অনেকেই সোশ্যাল মিডিয়ায় কমলার পক্ষে অবস্থান নিয়েছেন

কমলার সমর্থনে সরব থাকা অন্যান্য তারকার মধ্যে আছেন বিখ্যাত নির্মাতা স্পাইক লি, অভিনেত্রী জেমি লি কার্টিস এবং জর্জ ক্লুনি। জর্জ বলেছেন, ‘ঐতিহাসিক এই যাত্রায় তিনি কমলার পাশে আছেন তিনি।’

গেলো সেপ্টেম্বরে অভিনেতা রবার্ট ডি নিরোও কমলাকে সমর্থন জানিয়ে তাঁর সমর্থকদের অতিরিক্ত আত্মবিশ্বাসী না হওয়ার পরামর্শ দিয়েছেন।  

এছাড়া সঙ্গীত শিল্পী বিয়ন্সে জিয়েল নোলসও কমলার নির্বাচনী প্রচারে নিজের গান ব্যবহারের অনুমতি দিয়ে সমর্থন প্রকাশ করেছেন

অন্যদিকে, রিপাবলিকার প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে এগিয়ে এসেছেন টিভি ব্যক্তিত্ব ও জনপ্রিয় শেফ পাউলা ডিন তিনি সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পের সমর্থনে প্রচারণা চালিয়েছেন।

অভিনেতা ডেনিস কোয়েড এবং সংগীত তারকা জেসন আলডিনও ট্রাম্পের সমর্থক  ডেনিস বলেছেন যে, ট্রাম্পের কাজের সবকিছুই তার পছন্দ। এছাড়া,  জন স্কেইনডার এবং অ্যাম্বার রোজের মতো তারকারাও ট্রাম্পের পক্ষে দৃঢ় অবস্থানে রয়েছেন

জেডএস/

এ সম্পর্কিত আরও পড়ুন