হাসপাতালে ভর্তি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেইয়েসুসকে হাসপাতাল ভর্তি করা হয়েছে। ব্রাজিলের রিও ডি জেনেরিও’র সমরিতানো বাররা দা তিজুকা হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) স্থানীয় সংবাদমাধ্যম ও গ্লোবোর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স
এতে বলা হয়েছে, চলতি সপ্তাহে আয়োজিত জি-২০ সম্মেলনে অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়েন টেড্রোস। তার কানে সংক্রামণ দেখা গেছে এবং উচ্চ রক্তচাপে আক্রান্ত হয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়, জি-২০ সম্মেলনে দায়িত্ব প্রাপ্ত স্বাস্থ্য বিশেষজ্ঞের দ্বারা সোমবার তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এতে তার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ওষুধ দেয়া হয়। এতে কিছুটা উন্নত হলে তাকে ছেড়ে দেয়া হয়। পরবর্তীতে তাকে আবার আজ সকালে হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
এএম/