আন্তর্জাতিক

বাংলাদেশে ইসকন ইস্যুতে যা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছবি: সংগৃহীত

ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসায়নেস বা ইসকনের নেতা এবং বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার এবং পরবর্তীতে তার অনুসারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় এবার মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বাংলাদেশ নিয়ে বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়  বলেন,  ”আমার সরকারের নীতি হল, অন্য দেশের ব্যাপার হলে আমরা কেন্দ্র সরকারের সঙ্গে একসঙ্গে থাকব। যদি কোনও ধর্মের মানুষের উপর অত্যাচার হয়, আমরা তার তীব্র নিন্দা করি।‌ অন্য দেশেও (বাংলাদেশ) যদি কোনও ধর্মের মানুষের উপর অত্যাচার করা হয়, তাহলে আমরা সেটাকেও সমর্থন করিনি। আমি এখানকার ইসকনের প্রধানের সঙ্গে কথা বলেছি।”

গেলো সোমবার থেকে পশ্চিমবঙ্গ বিধানসভায় শুরু হয়েছে শীতকালীন অধিবেশন ৷ বৃহস্পতিবার ছিল অধিবেশনের চতুর্থদিন৷ সেই দিনেই বাংলাদেশ নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, ‘‘আমি মনে করি আশেপাশে আমাদের যে দেশ সবাই ভালো থাকুক । যে ধর্মের উপর অত্যাচার হোক না কেন, আমরা কখনও এটা মেনে নিতে পারি না । সে হিন্দু হোক, মুসলিম হোক, শিখ হোক, খ্রিস্টান হোক ৷ আমি রিলেটেড বলে বলছি ।’

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন