খেলাধুলা

'গোল্ডেন বয়' পুরস্কার জিতে রেকর্ড গড়লেন ইয়ামাল

ছবি: সংগৃহীত

সবচেয়ে কমবয়সী খেলোয়াড় হিসেবে একের পর এক রেকর্ডে নাম লিখিয়ে যাচ্ছেন লামিনে ইয়ামাল। এবার সেখানে যোগ হলো নতুন মাত্রা। ইতালির ক্রীড়া সংবাদমাধ্যম টাট্টোস্পোর্ট থেকে দেয়া গোল্ডেন বয় পুরস্কার পেয়েছেন ইয়ামাল। যা সবচেয়ে কমবয়সী হিসেবে এই পুরস্কার জেতার রেকর্ড।

গোল্ডেন বয় পুরস্কার দেয়া হয় ২১ বছরের কমবয়সী ফুটবলারদের। জুরিরা যে ভোট প্রদান করেছেন, সেখানে মোট পয়েন্ট ছিল ৫০০। এরমধ্যে ৪৮৮ পয়েন্ট পেয়েছেন ইয়ামাল। এই স্প্যানিশ ফুটবলারের প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিলেন আলেহান্দ্রো গারনাচো, পাউ কুবারসি, কোবি মাইনু, স্যাবিনিও, এন্ড্রিক, আর্দা গুলেররা।

মূলত, ইউরোপের ৫০ টি সংবাদমাধ্যম প্রতিনিধি এখানে ভোট দিয়েছেন। অধিকাংশ জুরি ইয়ামালকে শীর্ষে রেখেছেন, ফলে ৪৮৮ পয়েন্ট নিয়ে পুরস্কারের যোগ্যতা অর্জন করে নেন তিনি।

ইউরোপের সংবাদমাধ্যমগুলোর মধ্যে রয়েছে জার্মানির বিল্ড, স্পেনের মার্কা ও মুন্দো দেপোর্তিভো, ইংল্যান্ডের দ্য টাইমস, ফ্রান্সের লেকিপ, পর্তুগালের এ বোলা, সুইজারল্যান্ডের ব্লিক- ইত্যাদি।

স্পেন ও বার্সেলোনার চতুর্থ খেলোয়াড় হিসেবে গোল্ডেন বয় জিতলেন ইয়ামাল।

 

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন