পদ্মায় বাংলাদেশ-ভারত সচিব পর্যায়ের বৈঠক চলছে
বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শুরু হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) বেলা ১১টার পর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক শুরু হয়।
এর আগে, আজ সকালে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন দেশটির পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। বাংলাদেশ ও ভারত সম্পর্কে চলমান উত্তেজনা মাথায় রেখেই সচিব পর্যায়ের এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন।
সচিব পর্যায়ের বৈঠক শেষ হলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিক্রম মিশ্রি। বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এই ভারতীয় সচিব।
সফর শেষে আজ রাতেই ঢাকা ত্যাগ করার কথা রয়েছে তার।
এম এইচ//