লাইফস্টাইল

নতুন বছরকে স্বাগত জানাতে সাজিয়ে তুলুন আপনার ডেস্ক

ছবি: ফ্রপিক

নতুন বছরের সূচনা মানেই এক নতুন অধ্যায়। বাড়ি বা অফিস, যেখানে আপনি কাজ করেন, সেই জায়গাটি সুন্দর করে সাজালে মনের উপর ইতিবাচক প্রভাব পড়ে। এমনকি কর্মস্পৃহাও বেড়ে যায়।

চলুন জেনে নেয়া যাক কীভাবে সহজেই নিজের কাজের ডেস্ক সাজিয়ে তুলবেন-

নতুন বছরের পরিকল্পনা বোর্ড

আপনার লক্ষ্য এবং নতুন বছরের পরিকল্পনাগুলি ছোট্ট একটি বোর্ডে লিখে রাখতে পারেন। বদভ্যাস ত্যাগ করা থেকে শুরু করে নতুন কিছু শেখা, সবকিছুই সেখানে লিখে রঙিন কাগজের সাহায্যে ডেস্কে ঝুলিয়ে দিন।

 

ডিজিটাল বা টেবিল ঘড়ি 

ডেস্কে একটি ডিজিটাল বা সুদৃশ্য টেবিল ঘড়ি রাখতে পারেন। এটি শুধু সময় জানানোর কাজেই নয়, ডেস্কের সৌন্দর্যও বাড়াবে।

 

আলোকসজ্জা

টুনি বাল্ব, ব্যাটারি চালিত মোমবাতি কিংবা কাচের পাত্রে জল ভরে এলইডি আলো দিয়ে সাজিয়ে নিন আপনার ডেস্ক। এই ছোট্ট আলোকসজ্জা মুহূর্তেই উৎসবের আবহ তৈরি করবে। 

 

স্মৃতির ছবি

আপনার বিগত বছরের সুন্দর মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি ছবি দিয়ে সাজিয়ে তুলুন ডেস্ক। রঙিন ফ্রেমে ক্লিপের সাহায্যে ছবি ঝুলিয়ে দিন। এটি শুধু জায়গাটিকে আকর্ষণীয় করবে না, কাজের সময় আনন্দও দেবে।

 

গ্লো ম্যাজিক জার

ডেস্কের জন্য গ্লো ম্যাজিক জার বা কাচের বোতলে নিজের হাতে তৈরি করা আলো জ্বলা শো-পিস ব্যবহার করুন। অভ্র, চকচকে কাগজ বা ছোট ছোট এলইডি আলো দিয়ে বানিয়ে নিতে পারেন এটি। 

এ সম্পর্কিত আরও পড়ুন