বিএনপি

গণতন্ত্র প্রতিষ্ঠার বার্তা দিয়ে লন্ডনের পথে খালেদা জিয়া

চিকিৎসার জন্য দেশ ছাড়ার আগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশের জনগণের উদ্দেশ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (০৭ জানুয়ারি) রাত ১১টা ৪৬ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতার আমিরের পাঠানো একটি এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন রওনা দেন। 

বিএনপি চেয়ারপারসনকে বিদায় দেয়ার পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে  দলটির মহাসচিব বলেন, ‘গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এই বার্তা দিয়েছেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া।’

এছাড়া তিনি আরও বলেন, ‘খালেদা জিয়া দেশ ছাড়ার আগে আবারও দেশের মানুষকে অনুরোধ করেছেন তারা যেন তার জন্য দোয়া করেন। তিনি নিজেও আল্লাহর কাছে প্রার্থনা করেছেন যেন দেশের মানুষ ভালো থাকেন এবং তাদের কল্যাণ হয়।’

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নিপীড়নে খালেদা জিয়াকে মিথ্যা মামলায় ছয় বছর বন্দি রাখা হয়। এই সময়ে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে ভর্তি হন। আমরা বারবার বলেছি, তাকে বিদেশে চিকিৎসা নিতে দেওয়ার সুযোগ দিতে।’

তিনি আরও বলেন, ‘আল্লাহর রহমতে ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়েন, এবং এরপর খালেদা জিয়া মিথ্যা মামলা থেকে মুক্ত হন। এখন তিনি চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন, এর জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি।’

এদিন বিমানবন্দরে উপস্থিত হয়ে খালেদা জিয়াকে বিদায় জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান, সালাহউদ্দিন আহমেদ, হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, সেলিম রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু প্রমুখ।

এছাড়াও পথে পথে বিএনপি নেতাকর্মীরা খালেদা জিয়াকে বিদায়ী শুভেচ্ছা জানান। এসময় কর্মীদের হাতে জাতীয় ও দলীয় পতাকা, খালেদা জিয়ার ছবি সম্বলিত ফেস্টুন শোভা পায়। 

 

এসি//

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন