আবহাওয়া

টানা শৈত্যপ্রবাহ থাকতে পারে যতোদিন

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঘন কুয়াশার চাদরের সঙ্গে বেড়েছে শীতের প্রকোপ। আগামী সপ্তাহ দেশজুড়ে চলতি মৌসুমের দীর্ঘস্থায়ী শৈত্যপ্রবাহ চলতে পারে।  এমনটি জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (৮ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন চলতি মাসের ১৪ তারিখ পর্যন্ত এই শীতের প্রকোপ থাকতে পারে।

তিনি বলেন, ‘শক্তিশালী হয়ে উঠেছে শীতের হিমেল বাতাসের প্রবাহ। সেই সঙ্গে কুয়াশার পরিমাণ দ্রুত বাড়ছে। ফলে কুয়াশা ও শীত দুটিই আগামী কয়েক দিনে দ্রুত বাড়তে পারে। চলতি মাসের ১৪ তারখি পর্যন্ত এই শীত থাকতে পারে।

আবহাওয়াবিদেরা বলছেন, শৈত্যপ্রবাহটি রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে অতিক্রম করতে পারে। ফলে উত্তরাঞ্চল ছাড়াও যশোর ও চুয়াডাঙ্গা থেকে শুরু করে কুষ্টিয়া পর্যন্ত শীতের দাপট বেশি থাকবে। সেই সঙ্গে সিলেট বিভাগেও শীতের তীব্রতা বেশি থাকতে পারে।

 

  

এ সম্পর্কিত আরও পড়ুন