দলে জায়গা না পাওয়া নিয়ে যা বললেন রিশাদ
২০২৪ সালে টি-টোয়েন্টিতে সবচেয়ে ভালো পারফরম্যান্স উপহার দিয়েছেন রিশাদ হোসেন। ১ বছরে ৩৫ উইকেট নিয়েছেন এই লেগ স্পিনার। যা এক বছরে বাংলাদেশের সর্বোচ্চ।
টি-টোয়েন্টি বিশ্বকাপেও দেখিয়েন ভালো পার্ফম। অথচ এবারের বিপিএলে শুরুতে রিশাদকে থাকতে হয়েছে ফরচুন বরিশালের ডাগআউটে বসে।
বরিশালের হয়ে ৪ ম্যাচের মধ্যে খেলতে পেরেছেন মাত্র ২টি। গতকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) সিলেটের বিপক্ষে ম্যাচে ৩ উইকেট পাওয়ার পর সংবাদ সম্মেলনে কথা বলেন রিশাদ।
সেখানেই দেশসেরা এই লেগ স্পিনার বলেন, প্রথম দুই ম্যাচে তাঁর না থাকার কারণ টিম কম্বিনেশন, ‘টিমের সমন্বয়ের জন্য বাইরে ছিলাম। আমার অতটা অস্বস্তি লাগেনি। ভেবেছি টিমের জন্য যা দরকার তাই হবে।’
রিশাদ আরও বলেন, ‘প্রতিদিন চিন্তা থাকে খেলার জন্য। দলের কম্বিনেশনের কারণে না খেলালে, সেটা তো আমার হাতে না। নিজে প্রস্তুতি থাকি খেলার জন্য।’