দুই ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়াস
গেলো শুক্রবার লা লিগার ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে লাল কার্ড দেখেন ভিনিসিয়াস জুনিয়র। সাথে দুই ম্যাচের জন্য নিষিদ্ধও করা হয়েছে এই ব্রাজিলিয়ানকে ফরোয়ার্ডকে।
ভ্যালেন্সিয়া গোলকিপার স্তোল দিমিত্রিয়েভস্কির মাথায় হাত দিয়ে আঘাত করেন ভিনি। তাই লিগে তাঁকে এ শাস্তি দিয়েছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)।
লা লিগায় রিয়াল মাদ্রিদের পরর্বতী দুটি ম্যাচ লাস পালমাস ও রিয়াল ভায়োদোলিদের বিপক্ষে। সেই দুই ম্যাচ খেলতে পারবেন না ভিনি। তবে অন্য প্রতিযোগিতায় ভিনিকে খেলাতে পারবে রিয়াল।
বৃহস্পতিবার রাতে সৌদি আরবের রিয়াদে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে মায়োর্কার মুখোমুখি হবে রিয়াল। এ ম্যাচে খেলতে অসুবিধা নেই ব্রাজিল তারকার।