খেলাধুলা

ক্যারিবিয়ানদের ঐতিহাসিক জয়ের মাঝে ৩৪ বছরের ব্যবধান

ছবি: এএফপি/গেটি ইমেজ

সবশেষ ১৯৯০ সালের নভেম্বরে পাকিস্তানের মাটিতে টেস্ট জেতে ওয়েস্ট ইন্ডিজ। এরপর মাঝে কেটে গেছে ৩৪ বছর ২ মাস। আজ, সোমবার (২৭ জানুয়ারি) মুলতান টেস্টের তৃতীয় দিনে পাকিস্তানকে হারানোর স্বাদ পেয়েছে ক্যারিবিয়ানরা।

ওয়েস্ট ইন্ডিজের দেয়া ২৫৩ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নামে স্বাগতিকরা। সেই রান তাড়া করতে গিয়ে ১৩৩ রানে গুটিয়ে যায় পাকিস্তান। তৃতীয় দিন শুরু করার মুহূর্তে পাকিস্তানের হাতে ৬ উইকেট ছিল, প্রয়োজন ছিল ১৭৮ রান। কিন্তু সেই রান টপকাতে পারেনি দলটি। ২০ ওভারের মধ্যে ৫৭ রান তুলতে বাকি ৬ উইকেট হারিয়েছে তারা।

দিনের শুরুতেই অপরাজিত দুই ব্যাটার সৌদ শাকিল ও কাশিফ আলী আউট হন। সপ্তম উইকেট জুটিতে মোহাম্মদ রিজওয়ান ও আগা সালমান কিছুটা চেষ্টা করেছেন। কিন্তু পিচের স্পিন সামলাতে বেশ হিমশিম খেতে হয়েছে পাকিস্তানকে। ঘরের মাটিতে এভাবে কাবু হওয়ার কথা হয়তো চিন্তা করেনি পাকিস্তানকে।  

জোমেল ওয়ারিক্যানের স্পিনে বেশ নাকানিচুবানি খেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচসেরা এই স্পিনার প্রথম ইনিংসে ৪ টি, দ্বিতীয় ইনিংসে ৫ টি উইকেট শিকার করেন। শেষ উইকেট হিসেবে সাজিদ খানকে ফিরিয়েই নিজের পঞ্চম উইকেটটি নেন ওয়ারিক্যান।

এর আগে পাকিস্তানের মাটিতে ২২ টি টেস্ট খেলেছে ওয়েস্ট ইন্ডিজ। যেখানে মাত্র ৪ ম্যাচে জয় ছিল ক্যারিবিয়ানদের।

এমএইচ//  

এ সম্পর্কিত আরও পড়ুন