নতুন মুদ্রানীতি প্রকাশ: মূল্যস্ফীতি ৭-৮ শতাংশ নামানো লক্ষ্য
চলতি ২০২৪-২৫ অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন, ২০২৫) মুদ্রানীতি (মনিটারি পলিসি স্টেটমেন্ট-এমপিএস) ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। যেখানে নীতি সুদহার ১০ শতাংশই রাখা হচ্ছে। এছাড়াও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার কথাও বলা হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর নতুন এই মুদ্রানীতি ঘোষণা করেন।
অন্তর্বর্তী সরকারের এবং বর্তমান গভর্নরের প্রথম মুদ্রানীতি এটি। এতে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক থেকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনের মধ্যে ভারসাম্য রাখতে মুদ্রানীতি প্রণয়ন ও প্রকাশ করা হয়। মুদ্রানীতির মাধ্যমে অভ্যন্তরীণ ঋণ, মুদ্রা সরবরাহ, অভ্যন্তরীণ সম্পদ, বৈদেশিক সম্পদ কতটুকু বাড়বে বা কমবে এর একটি পরিকল্পনা তুলে ধরা হয়।
কেন্দ্রীয় ব্যাংক থেকে বছরে ২ বার মুদ্রানীতি ঘোষণা করা হয়। চলতি বছর মূল্যস্ফীতি ৭ থেকে ৮ শতাংশতে নামানোর লক্ষ্য ঠিক করেছে দেশের ব্যাংকগুলোর সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, বাংলাদেশ ব্যাংক।
এমএইচ//