বিনোদন

সামান্থার প্রেমজীবন ফাঁস করলেন নাগা! পাল্টা জবাব অভিনেত্রীর

অভিনেত্রী সামান্থা নাথ প্রভু ও অভিনেতা নাগা চৈতন্য

ভারতের দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। লাস্যময়ী হাসি আর অভিনয় গুণে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন এ অভিনেত্রী। ক্যারিয়ারে এখন পর্যন্ত বেশ কয়েকটি হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি।

তবে অভিনেত্রীর সঙ্গে বিচ্ছেদের তিন বছরের মাথায় ফের সংসারী হয়েছেন তাঁর সাবেক স্বামী নাগা চৈতন্য। অভিনেতার দ্বিতীয় বিয়ে নিয়ে রীতিমতো কাটাছেঁড়া চলছে নেটপাড়ায়। তাঁর বর্তমান স্ত্রী শোভিতা ধুলিপালাকে নিয়ে নানা মন্তব্য ঘোরাফেরা করছে।

যদিও সম্প্রতি এক সাক্ষাৎকারে নাগা জানান, পারস্পরিক সম্মতিতে তাঁদের বিচ্ছেদ হয়েছে। যেমন তিনি ভালবাসা খুঁজে পেয়েছেন শোভিতার মধ্যে, তেমনই সামান্থা প্রেমে পড়েছেন। প্রাক্তন স্বামীর এ হেন মন্তব্যে পাল্টা উত্তর দিয়েছেন সামান্থা!

সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমকে নাগা বলেন, “আমরা চেয়েছিলাম নিজেদের পথে চলতে। আমাদের ব্যক্তিগত কারণে এই সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা পরস্পরকে শ্রদ্ধা করি।

নিজেদের জীবন আমরা নিজেদের মতো করে বাঁচতে শুরু করেছি। এর থেকে বেশি আর কী বলার থাকতে পারে, আমি বুঝতেই পারি না। আমি যেমন আমার জীবনের ভালবাসা খুঁজে পেয়েছি। তেমনটা ও পেয়েছে।”

নাগা আরও জানান,  তার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর নাকি পরিচালক রাজ-ডিকে জুটির রাজ নিদিমোরুর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন সামান্থা। তাই রাজের সঙ্গে পর পর কাজ করছেন তিনি।

গেলো নভেম্বর মাসে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া রাজ এবং ডিকের পরিচালনায় ‘সিটাডেল: হানি বানি’ নামের ওয়েব সিরিজ়ে অভিনয় করতে দেখা যায় সামান্থাকে। তা হলে কি বিনা অনুমতিতেই সামান্থাকে নিয়ে অনধিকার চর্চা করে ফেললেন নাগা?

এমন প্রশ্নের জবাবে সামান্থা নাথ প্রভু নিজের সোশ্যাল হ্যান্ডলে লেখেন, ‘‘মানুষ হয়ে ওঠা একটা পদ্ধতি। কোনও কিছু পূর্বনির্ধারিত নয়। মানুষের নিজের হাতেই রয়েছে আসলে সে কী হতে চায়!’’

সামান্থা রুথ প্রভুকে ভালোবেসেই বিয়ে করেছিলেন দক্ষিণী তারকা নাগা চৈতন্য। তামিল ও তেলেগু চলচ্চিত্রের জনপ্রিয় এবং বলিউডে নাম লেখানো এই অভিনেত্রী অভিনয় করতে এসেই নাগা চৈতন্যর প্রেমে পড়েছিলেন।

তারপরই বিয়ে করেন অভিনেতা নাগার্জুনের এই ছেলেটিকে। তার আগে একটা লম্বা সময় একত্রবাস করেছেন তাঁরা। তবে সে সম্পর্ক বেশিদিন টেকেনি।

২০১৭ সালে বিয়ের পরই যেন বাড়তে থাকে জটিলতা শেষমেশ বিয়ে ভাঙার সিদ্ধান্ত নেয় দু’পক্ষই। ২০২১ সালে বিবাহবিচ্ছেদ হয় তাঁদের।

সামান্থার সঙ্গে সম্পর্কে থাকাকালীন সময়েই খবরে আসে অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে নাকি প্রেমের সম্পর্কে লিপ্ত নাগা। ২০২২ সালে শোভিতার সঙ্গে সাক্ষাৎ হয় নাগার। সেইসময়ে হায়দরাবাদে মাঙ্কিম্যান সিনেমার প্রচারে ব্যস্ত ছিলেন অভিনেত্রী।

নাগা চৈতন্যর সঙ্গে জন্মদিন উদযাপন করতেও দেখা যায় তাঁকে। সেই পার্টিতেই নাকি একে-অপরকে মন দিয়ে বসেছিলেন নাগা চৈতন্য এবং শোভিতা ধুলিপালা।

গ্যালো ৪ ডিসেম্বর বিয়ের মালা পরেন নাগা চৈতন্য এবং শোভিতা ধুলিপালা। তারপর থেকেই মিডিয়া থেকে একটু দূরেই ছিলেন সামান্থা নাথ। তবে আবারও সিনেমায় ব্যস্ত হয়ে পড়েছেন ৩৭ বছরের এই অপ্সরী।

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন