আবহাওয়া

ফাল্গুনেও শীতে কাঁপছে পঞ্চগড়

ছবি: সংগৃহীত

মাঘ মাস বিদায় নিলেও উত্তরের জেলাগুলোতে কমেনি শীতের দাপট। ফাল্গুনের প্রথম দিনে দেশের উত্তরের হিমালয় কন্যা পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ৯ ডিগ্রিতে। ফাগুনের প্রথম দিনে মৃদু শৈত্যপ্রবাহে কনকনে শীত অনুভব করছে এ জেলার মানুষ।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

এদিকে ভোরেই কুয়াশা ভেদ করে দেখা গেছে, ঝলমলে রোদ। রোদ থাকায় কাজে যেতে দেখা গেছে বিভিন্ন শ্রেণি পেশাজীবীদের। তবে শীতে আয়-রোজগার কমে যাওয়ায় বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ।

 

 আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন