আন্তর্জাতিক

সৌদি আরবে আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতিনিধি দল

ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনায় মার্কিন ও রুশ প্রতিনিধি দল ছবি: সংগৃহীত

ইউক্রেন যুদ্ধ বন্ধে সৌদি আরবের রিয়াদে  শুরু হয়েছে  মার্কিন ও রুশ কর্মকর্তাদের বহুল প্রত্যাশিত বৈঠক। বৈঠকে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দিচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তার সঙ্গে আরও আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ এবং হোয়াইট হাউসের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ।

অন্যদিকে, বৈঠকে রাশিয়ার পক্ষে নেতৃত্ব দিচ্ছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তার সঙ্গে রয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পররাষ্ট্র নীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ।

আমেরিকান পক্ষ জোর দিয়ে বলেছে, মঙ্গলবারের বৈঠক যুদ্ধ আলোচনা শুরুর জন্য নয়, বরং ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে রাশিয়া  ‘গুরুতর’ কি না তা নির্ধারণের জন্য।

অন্যদিকে, রাশিয়া বলেছে, তাদের অগ্রাধিকার হলো যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা।

মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে  বলা হয়,  প্রেসিডেন্ট পুতিন ও  ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার সরাসরি সাক্ষাৎ ও বৈঠক সৌদি আরবেই হবে কিনা- সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। দুপক্ষের আলোচনায় বৈঠকের স্থানটি চূড়ান্ত হওয়ার পাশাপাশি  ইউক্রেন সংকট সমাধানে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হতে পারে।

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন