বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত কনসার্ট স্থগিত

হঠাৎ করেই স্থগিত করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত উন্মুক্ত কনসার্ট ‘রিবিল্ডিং দ্য ন্যাশন’। নিরাপত্তার জন্য কনসার্টটি স্থগিত করা হয়েছে বলে জানা গেছে। আগামী ২২ ফেব্রুয়ারি রাজধানীর পুরানো বাণিজ্য মেলা মাঠ, আগারগাঁওয়ে কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে আয়োজকদের পক্ষ থেকে গণমাধ্যমকে বিষয়টি জানানো হয়।
আয়োজকরা জানান, এটি আপাতত স্থগিত করা হয়েছে নিরাপত্তা ইস্যুতে। পরবর্তীতে বিষয়টি নিয়ে বিস্তারিত জানানো হবে।
আয়োজকদের পক্ষ থেকে এর আগে বলা হয়, ‘এটি বাংলাদেশের ইতিহাসে অন্যতম বৃহৎ উন্মুক্ত কনসার্ট হতে যাচ্ছে। কনসার্ট ভেন্যুতে কয়েক লাখ মানুষ একসঙ্গে নিরাপদে গান শুনতে পারবে। তাদের সামনে দেশের বিভিন্ন ব্যান্ড গান পরিবেশন করবে। আমরা দেশীয় শিল্পীদের নিয়ে কনসার্টের লাইনআপ সাজিয়েছি; যারা আন্দোলনের সময় নিজেদের ক্যারিয়ারের চিন্তা না করে আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছিলেন।’
প্রসঙ্গত, ‘রিবিল্ডিং দ্য ন্যাশন’ শিরোনামের এ কনসার্ট প্রধান আকর্ষণ ছিল নগর বাউল জেমস। আরও পারফর্ম করার কথা ছিলো ব্যান্ড চিরকুট, আর্টসেল, সোনার বাংলা সার্কাস, বেঙ্গল সিম্ফনি, বাংলা ফাইভ, ক্রিপটিক ফেইট, কুঁড়েঘর, কাকতাল, সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ানসহ অনেকের।
আই/এ