দুর্ঘটনা

মধ্যরাতের আগুনে ঘরবাড়ি পুড়ে নিঃস্ব কড়াইল বস্তির শতাধিক পরিবার

ছবি: সংগৃহীত

রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘরবাড়ি পুড়ে নিঃস্ব হয়ে গেছে কয়েকশ মানুষ। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আগুন লাগলে কয়েক ঘন্টার মধ্যেই পুড়ে ছাই হয়ে যায় শতাধিক ঘরবাড়ি।

আগুনে কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও ঘরসহ সবকিছু পুড়ে বাস্তচ্যুত হন শতাধিক খেটে খাওয়া মানুষ।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম জানান, শুক্রবার রাত পৌনে ১টার দিকে সেখানে আগুন লাগার খবর পান তারা। ১০ ইউনিটের আপ্রাণ প্রচেষ্টায় প্রায় পৌনে এক ঘণ্টা পর রাত ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

এখন পর্যন্ত সরকারি সহায়তা না পাওয়ায় হতাশ ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

 

এদিকে একই দিন রাত সাড়ে ৭টায় খিলগাঁওয়ের তালতলায় গাড়ি মেরামতের গ্যারেজ মার্কেটে আগুন লেগে পুড়ে গেছে ২০টি দোকান। এতে বিভিন্ন ধরনের গাড়ির পার্টস ও মেরামতের যন্ত্রপাতিসহ পুড়ে যায় পুরাতন বেশ কয়েকটি গাড়ি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানান ব্যবসায়ীরা। রাতেই আগুন নিয়ন্ত্রণে এলেও এখনও নিরুপণ করা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণ।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন