দেশজুড়ে

আরাকান আর্মির হাতে জিম্মি ১৯ জেলে, উৎকণ্ঠায় পরিবার

ছবি: সংগৃহীত

টেকনাফের নাফ নদী থেকে চারটি মাছ ধরার ট্রলারসহ ১৯ জেলেকে বন্দি করার দুইদিন পরেও ফেরত দেয়নি মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। উৎকণ্ঠার মধ্যে কাটছে জেলে পরিবারের দিন। তবে প্রশাসন বলছে, তাদের ফেরাতে চেষ্টা চলছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দীন জানান, গেলো বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে সাগর থেকে মাছ ধরে ফেরার পথে ৪টি ট্রলারসহ ১৯ জেলে আরাকান আর্মিদের হাতে আটক হন। পরে তাদের নিজেদের সাথে বন্দি করে নিয়ে যায় আরাকান আর্মি।

তিনি আরও জানান, জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি বিজিবির সঙ্গে আলোচনা করে তাদের ফেরত আনার চেষ্টা চালানো হচ্ছে।

এ ব্যাপারে বিজিবির টেকনাফস্থ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, ‘আমাদের পক্ষ থেকে যোগাযোগ চলছে, তাদের ফেরাতে কাজ করা হচ্ছে।’ তারা শিগগিরই ফিরবেন বলে আশা এ কর্মকর্তার।

প্রসঙ্গগত, গেলো ১০ ফেব্রুয়ারি নাফ নদী থেকে অস্ত্রের মুখে জিম্মি করে ধরে নিয়ে যাওয়া চার জেলেকে এখনও ফেরত দেয়নি আরাকান আর্মি।

এছাড়া গেলো বছরের ৬ অক্টোবর সকালে টেকনাফের শাহপরী দ্বীপ জেটিঘাট থেকে ৬টি মাছ ধরার ট্রলারসহ ৫৮ জন জেলে গভীর সাগরে মাছ ধরতে যায়। ৯ অক্টোবর মিয়ানমার নৌবাহিনীর টহলরত একটি স্পিড বোট থেকে তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়, যাতে তিন জেলে গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ অবস্থায় একজন ঘটনাস্থলে মারা যান এবং পরে জেলেদের ফেরত দেওয়া হয়। এ ঘটনায় বাংলাদেশের পক্ষ থেকে কঠোর প্রতিবাদ জানানো হয়েছিল।

সবশেষ ১৫ অক্টোবর মিয়ানমারের রাখাইনে অনুপ্রবেশ করা মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির হেফাজতে থাকা ১৬ জন বাংলাদেশি জেলেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ফেরত এনেছিল।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন