দলে যোগ দেওয়ার একদিন পর নাম প্রত্যাহার করলেন সাকিব

সাকিব আল হাসান দেশে ফিরছেন, লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগ খেলবেন- এমন খবরে সয়লাব হয়ে উঠেছিল গণমাধ্যম। শনিবার (২২ ফেব্রুয়ারি) অনলাইনের মাধ্যমে লিজেন্ডস অব রূপগঞ্জের সঙ্গে চুক্তি সম্পন্ন করেন সাকিব।
আজ, রোববার (২৩ ফেব্রুয়ারি) সাকিবের নাম প্রত্যাহার করার জন্য সিসিডিএমের কাছে আবেদন করেছে লিজেন্ডস অব রূপগঞ্জ।
সাকিব দেশে এসে খেলতে পারবেন কি না, সেটাই মূল প্রশ্ন ছিল। এর আগে বিপিএলে চিটাগাং কিংসের হয়ে নাম লেখান সাকিব। কিন্তু শেষপর্যন্ত তিনি আর খেলতে পারেননি।
এবার ডিপিএল শুরুর আগে হঠাৎ করেই গতকাল খবর আসে, লিজেন্ডস অব রূপগঞ্জের সঙ্গে চুক্তি করেছেন সাকিব। এমনকি খুব শীঘ্রই দেশে ফিরছেন তিনি, এমন খবরও আসে বিভিন্ন গণমাধ্যমে।
সাকিবের নাম প্রত্যাহারের খবর জানিয়ে লিজেন্ডস অব রূপগঞ্জ ক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম টিটু গণমাধ্যমে জানান, ‘আপনারা জানেন, সাকিব আল হাসানকে লিজেন্ডস অব রূপগঞ্জে খেলানোর জন্য দলবদল প্রক্রিয়ায় অংশ নিয়েছিলাম। কিন্তু আজকে সাকিবের সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি আমাদের অনুরোধ করেছেন, তার দলবদলটা স্থগিত রাখার জন্য। সিসিডিএমকে আমরা চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি।’
ডিপিএলের নতুন আসর শুরু হচ্ছে আগামী মাসের প্রথম সপ্তাহে।
এমএইচ//