লাইফস্টাইল

বোগেনভিলিয়া ফুলের চা

ছবি: সংগৃহীত

ফুলের চায়ে বিভিন্ন উপকার

বাগান বিলাস কিংবা বোগেনভিলিয়া ফুল দৃস্টিনন্দন এই ফুল সবাইকে আকর্ষণ করে। আমাদের দেশে অনেকেই বাড়ির ফটকে  এই ফুলের গাছ লাগান। এতে বাড়ির সৌন্দর্য্য ফুটে উঠে। পাশাপাশি বাড়ির মালিকের পছন্দ এবং রুচিরও পরিচয় পাওয়া যায়। কিন্ত এই ফুল শুধু সৌন্দর্য্য বিলায় না। এর রয়েছে নানা ওষুধি গুন। এমনটা অনেকেই জানে না।

আমেরিকার ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনের গবেষণায় জানা গেছে, বোগেনভিলিয়ার ফুলে এবং পাতায় রয়েছে ব্যাক্টেরিয়া, ভাইরাস, ক্যানসার, আলসার, ডায়াবেটিস, প্রদাহ প্রতিরোধক উপাদানরয়েছে অ্যান্টি-অক্সিড্যান্টও।

থাইল্যান্ডের মাহিডোল বিশ্ববিদ্যালয়ের এক গবেষক এই ফুলের উপকারিতা নিয়ে গবেষণা করেছিলেন। দেশটির ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন জানিয়েছে, গুগ্‌ল স্কলার, সায়েন্স ডিরেক্ট, পাব মেড, সাই ফাইন্ডারের মতো বেশকিছু তথ্য বিশ্লেষণকারী সংস্থার সঙ্গে তারা  গবেষণার ফলাফল মিলিয়ে দেখেছেন। তারা নিশ্চিত হয়েছেন, সর্দি-কাশি,গলা ব্যথা, আলসার, অস্থিসন্ধির ব্যথা, ডায়েরিয়া, ডায়াবেটিস সারাতে এই ফুল কার্যকর। শরীরের ভেতরকার দূষণমূক্ত করতেও এই ফুল উপকারী। শারিরীক এসব সমস্যা সমাধানে অনেকেই বাগানবিলাস কিংবা বোগেনভিলিয়া ফুল দিয়ে চা পান করে।  বোগেনভিলিয়াকে গরম পানিতে ভিজিয়ে রাখলে সুন্দর গোলাপি রঙের এক পানীয় তৈরি হয়। যেটি দেখতে লাগে রঙিন শরবতের মতো

ফুলের পাপড়ি, দারুচিনি, লবঙ্গ এবং রসুন কুচি দিয়ে ফুটিয়ে ছেকে মধু মিশিয়ে চা করে পান করা যায়।  তুরস্ক এবং মেক্সিকোর মানুষ বোগেনভিলিয়া কিংবা বাগান বিলাস ফুলের চা সর্দিকাশি সারানোর মোক্ষম ওষুধ হিসেবে ব্যবহার করে।

 

সতর্কতা

তবে বোগেনভিলিয়া ফুলের চা অতিরিক্ত পরিমাণে পান না কররার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।  কারন এই ফুলের চা অতিরিক্ত পান করলে অ্যালার্জি,গা গুলোনো,পেটখারাপের সমস্যাও হতে পারে। ত্বকে র‌্যাশ দেখা দিতে পারে। অন্তঃসত্ত্বা অবস্থায়ও এই চা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। 

 

 

এসকে//

এ সম্পর্কিত আরও পড়ুন