অপরাধ

টাঙ্গাইলে স্কুলবাসে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৫

টাঙ্গাইল জেলায় স্কুল বাসে এবং পঞ্চগড়ের তেঁতুলিয়ার উপজেলার একটি বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত আন্ত:জেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (৩ মার্চ) দুপুরে পঞ্চগড় পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস বিফ্রিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান পুলিশ সুপার মিজানুর রহমান মুনশী।

তিনি জানান, গত ২৫ ফেব্রুয়ারি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় স্কুল বাসে ডাকাতির পর পুলিশ ডাকাতদের ধরতে অভিযান শুরু করেন। এরই সুত্র ধরে টাঙ্গাইল জেলা পুলিশের একটি দল ডাকাতদের অবস্থান নিশ্চিত করতে রংপুরে আসেন। একপর্যায়ে ডাকাত দের অবস্থান পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর এলাকায় সনাক্ত করে পুলিশপরে টাঙ্গাইল জেলা পুলিশ পঞ্চগড় জেলা পুলিশে বিষয়টি জানায়।

খবর পেয়ে জেলা পুলিশ ওই এলাকায় তল্লাশী শুরু করেন। এরই মাঝে রাতেই খবর পাওয়া যায় তেঁতুলিয়ার অজিজনগড় এলাকায় বেলায়েত মাস্টারের বাড়িতে ডাকাতি হচ্ছে। পরে তেঁতুলিয়ায়  গ্রামগুলোতে  ও  সড়কের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশী চালানো হয়। পরে গতকাল সকালে তেঁতুলিয়া থেকে ভজনপুর দিয়ে বাসযোগে ডাকাতরা পালানোর সময় ভজনপুর চেক পোস্টে বাস থামিয়ে তল্লাশী করলে পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

এসময় ডাকাতদের কাছ থেকে ১২ হাজার টাকা সহ সোনা রুপার স্বর্ণালংকার উদ্ধার করা হয়

আটককৃতরা হলেন  রংপুর জেলার আব্দুল আজিজের ছেলে মো. আনোয়ার হোসেন (৪১), আব্দুল জলিলের ছেলে শরিফুল ইসলাম (৩৫), বাদশা ফকিরের ছেলে মো. হাসানুর, আব্দুল জব্বারের ছেলে মো. আয়নাল এবং দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার মির্জাপুর এলাকার রিয়াজউদ্দিনের ছেলে তহিদুল ইসলাম (৪০) ।

এ ঘটনায় স্থানীয় কেউ জড়িত আছে কি না বা ডাকাত দলের আরও কোন সদস্য পঞ্চগড়ে  আছে কি না এসব নিয়ে তদন্ত চলছে বলে পুলিশ সুপার জানিয়েছেন

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন