বিনোদন

প্রেমের গুঞ্জন নিয়ে যা বললেন তমা মির্জা

ছবি: সংগৃহীত

দেড় দশকের বেশি সময় ধরে অভিনয় জগতে কাজ করছেন এই অভিনেত্রী।  সে আর কেউ নয় বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত তমা মীর্জা।  এখন তাকে সিনেমার পাশাপাশি ওটিটিতেও কাজ করতে দেখা যাচ্ছে।  খুব শীঘ্রই তাঁকে রায়হান রাফী পরিচালিত ওয়েব ফিল্ম আমলনামা-তে দেখা যাবে।  ফিল্মটি সত্য ঘটনা অবলম্বন চরিত্রে যা দর্শকদের মাঝে বেশ আগ্রহ প্রকাশ করছে।  আসছে ঈদে মুক্তি পাবে তাঁর নতুন সিনেমা দাগী,যার  পরিচালক শিহাব শাহীন

তমা মির্জার সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন নির্মাতা

এরই মধ্যে তমা ও রায়হান রাফীকে নিয়ে আবারও চর্চায় রয়েছে প্রেমের গুঞ্জন।Daily Manobkantha:: তমা মির্জাকে বিয়ের গুঞ্জন, যা বললেন রাফি: Daily  Manobkantha

৩ মার্চ পরিচালক রায়হান রাফীর জন্মদিন ছিল।  প্রথম প্রহরে তিনি কেক কাটেন মায়ের সঙ্গে, সেখানে উপস্থিত ছিলেন তমা মির্জাও।  এরপর তমা নিজেই রাফীর জন্য একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন, যেখানে উপস্থিত ছিলেন তাঁদের ঘনিষ্ঠজনেরা। এই আয়োজনের পর থেকেই তাঁদের প্রেমের গুঞ্জন আরও জোরালো হয়রায়হান রাফির সঙ্গে প্রেম ও বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন তমা মির্জা

রাফী নিজের জন্মদিনের ছবি ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘এখন পর্যন্ত আমার জীবনের সেরা জন্মদিন।  ধন্যবাদ তমা এবং আমার পরিবারকে।তমা একই ছবি পোস্ট করে লিখেছেন, ‘মনে রাখার মতো একটি রাত”।

গোপনে বিয়ে-সংসার' নিয়ে নীরবতা ভাঙলেন তমা মির্জা, যা বললেন এ চিত্রনায়িকা

তার এই পোস্টেই দর্শকের মনে হাজারো প্রশ্ন জেগেছে।  সকলে ধারণা করছে তবে কি তাঁরা আবার সম্পর্কে ফিরেছেন?

বিভিন্ন সংবাদমাধ্যমে তমা মির্জার প্রেমের গুঞ্জন যখন চূড়ায়, তখন সকলকে উদ্দেশ্য করে ফেসবুকে খবরটিকে “বিভ্রান্তকর” বলে পোস্ট করেন।  তিনি লিখেছেন,একজন শিল্পী হিসেবে আমার ভাবনা সবসময়ই কাজ নিয়ে।  সকল গণমাধ্যমকে অহেতুক এবং বিভ্রান্তকর গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।  

রায়হান রাফীর সঙ্গে প্রেম-বিয়ের গুঞ্জন নিয়ে যা বললেন তমা মির্জা

২০১৮ সালে ব্যবসায়ী হিশাম চিশতীর সাথে পরিচয় হলে পরের বছর ২০১৯ এই তাদের বিয়ে হয়।  তবে তাদের এক বছর পরই সম্পর্কের অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত বিচ্ছেদ হয়।  এরপর থেকেই তমা পুরোপুরি কাজে মনোযোগী হন

খাঁচার ভেতর অচিন পাখি (চলচ্চিত্র) - উইকিপিডিয়া

রায়হান রাফী পরিচালিত “খাঁচার ভেতর অচিন পাখি” ওয়েব ফিল্মে তমা প্রথম অভিনয় করেন।  

সুড়ঙ্গ' টিমের যে ক্ষতি হয়েছে বাকি সিনেমাগুলোর যেন না হয়: তমা মির্জা

পরে আবার রাফীর সুড়ঙ্গ সিনেমায় ‘ময়না’ চরিত্রে অভিনয় করেন তিনি।  এরপর থেকে আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি। তার এই সিনেমার পর তিনি চলে আসেন সমালোচনার তুঙ্গে।  

তাদের সম্পর্ক দিন দিন ঘোলাটে হচ্ছে। তবে রাফী এবং তমা শুধুই বন্ধু,নাকি সত্যিই তাঁদের সম্পর্কের নতুন কোন মোড় রয়েছে সেটি সময়ই বলে দেবে

এসকে//  

এ সম্পর্কিত আরও পড়ুন